ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ১৫:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয়ের পর গর্বে ভাসছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে ৩-২ গোলে জয় পায় কাতালানরা। রাফিনিয়ার জোড়া গোল ও রবের্ত লেভানদোভস্কির এক গোলেই শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্লিক জানান, রিয়ালের বিপক্ষে ফাইনালে জেতাটা সবসময়ই বিশেষ অনুভূতির।

তবে সবচেয়ে বড় সন্তুষ্টি এসেছে দলের খেলার ধরন দেখে।

 

ফ্লিক বলেন, ‘এটা দারুণ ছিল। গুরুত্বপূর্ণ একটি ফাইনাল, আর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ হলে তো কথাই নেই। আমি খুব গর্বিত।

আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি।’

 

ড্রেসিংরুমের উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ড্রেসিংরুমে ছিলাম না। ওরা এখন উদযাপন করছে, আমি শুধু নাচতে দেখেছি। সত্যিই খুব গর্বিত।

আমরা দারুণ খেলেছি, বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছি। শেষ পর্যন্ত পুরো দলই আমাদের পছন্দের ফুটবল খেলেছে। সহজ ছিল না, তবে আমরা দল হিসেবে লড়েছি। এটা সত্যিই প্রশংসনীয়।’

 

ফাইনালে জোড়া গোল করা রাফিনিয়ার প্রশংসাও করতে ভোলেননি বার্সা কোচ।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মানসিক শক্তিকে বিশেষভাবে তুলে ধরেন তিনি। ফ্লিক বলেন, ‘রাফিনিয়ার মানসিকতা অসাধারণ। তার মতো মানসিকতার আরও খেলোয়াড় আমাদের দলে আছে। সে পুরো দলকে প্রভাবিত করে।’

 

তিনি আরও যোগ করেন, ‘প্রথম সুযোগটা সে মিস করেছিল, কিন্তু দ্বিতীয়টা কাজে লাগিয়ে আমাদের আত্মবিশ্বাস এনে দেয়। তখন আমরা প্রচণ্ড চাপে ছিলাম, সেটা আপনারাও দেখেছেন।’

এই শিরোপা জয়ের মাধ্যমে বার্সেলোনার কোচ হিসেবে নিজের ট্রফির সংখ্যা চারটিতে পৌঁছে নিলেন হান্সি ফ্লিক। কোচিং ক্যারিয়ারে ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলেন তিনি। ২০২৫-২৬ মৌসুমের বাকি সময়ে আরও সাফল্যের লক্ষ্যেই এগোতে চান এই জার্মান কোচ।


   আরও সংবাদ