ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্লে অফে রাজশাহী

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


 প্লে অফে রাজশাহী

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। রাজশাহীর এই জয়ের ফলে শেষ চারে তাদের সঙ্গী হিসেবে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ক্যাপিটালস।

উদ্বোধনী জুটিতে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন ৫৪ রান যোগ করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও তা ধরে রাখতে ব্যর্থ হন মিডল অর্ডারের ব্যাটাররা। উসমান ২৭ বলে ৪১ রান করে বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। নাসির হোসেনের ২৪ রান বাদে সাব্বির রহমান (১৪) ও মিঠুনরা (১৩) বড় কোনো অবদান রাখতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রানেই থমকে যায় ঢাকার ইনিংস।

 

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আব্দুল গাফফার সাকলাইন, ২৪ রানে নেন ৪ উইকেট। তবে দিনের হাইলাইট ছিল রিপন মণ্ডলের চোখ ধাঁধানো হ্যাটট্রিক। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ রুবেল নেন দুটি উইকেট।

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে জয় নিশ্চিত করে রাজশাহী।

তানজিদ মাত্র ৪৩ বলে খেলেন ৭৬ রানের এক বিধ্বংসী ইনিংস, যাতে ছিল ৭টি চার ও ৫টি বিশাল ছক্কা। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১৩ বলে ২২ রান করে ফিরলেও তানজিদ একাই ম্যাচটি ঢাকার হাত থেকে ছিনিয়ে নেন। শেষ দিকে মুশফিকুর রহিম (১২*) ও জিমি নিশাম (১৪*) অপরাজিত থেকে ২৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

 

এই জয়ের পর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী। সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

 


   আরও সংবাদ