ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পিএসজিকে বিদায় করে প্রতিবেশীর ইতিহাস

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ১৩:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


পিএসজিকে বিদায় করে প্রতিবেশীর ইতিহাস

ফরাসি ফুটবলের একচ্ছত্র অধিপতি প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) তাদেরই ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে স্তব্ধ করে দিল পুঁচকে প্যারিস এফসি। 

ফ্রেঞ্চ কাপের শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী প্রতিবেশীদের ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে এই মৌসুমেই লিগ ওয়ানে উঠে আসা ক্লাবটি। আর পিএসজির এই হারের নেপথ্য কারিগর জোনাথন ইকোনে, যার ফুটবলে হাতেখড়ি হয়েছিল এই পিএসজিতেই।

প্যারিস এফসির হয়ে জয়সূচক গোলটি করা ইকোনে পিএসজিরই একাডেমির ছাত্র।

এক সময়ের প্রিয় ক্লাবের বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিটে এক ঝটিকা পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। তার এই একটি গোলই ফ্রেঞ্চ কাপের ১৬ বারের চ্যাম্পিয়নদের আসর থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ২০১৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ কাপের এত দ্রুত রাউন্ড থেকে বিদায় নিতে হলো লুইস এনরিকের শিষ্যদের।

 

পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি মোট ২৫টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।

বিপরীতে প্যারিস এফসি পুরো ম্যাচে মাত্র ৪টি শট নেওয়ার সুযোগ পায়। কিন্তু পিএসজির একের পর এক আক্রমণ রুখে দিয়ে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সফরকারী গোলরক্ষক ওবেদ এনকামবাদিও। সাতটি অসাধারণ সেভ করে তিনি পিএসজিকে গোলবঞ্চিত রাখেন। এমনকি বিরতির ঠিক আগে খাভিচা কাভারেস্কেলিয়ার একটি নিশ্চিত গোল রুখে দেন তিনি।

 

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়েছিল পিএসজি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা আর ভাগ্যের সহায় না থাকায় গোল পাওয়া হয়নি তাদের। পিএসজির একটি শট গোলপোস্টের ক্রসবারে লেগে ফিরে এলে হতাশা আরও বাড়ে স্বাগতিক দর্শকদের। অন্যদিকে রক্ষণ জমাট রেখে খেলার কৌশল কাজে লাগিয়ে ঐতিহাসিক এক জয় ছিনিয়ে নেয় কোনো তারকা ফুটবলারহীন প্যারিস এফসি।

মাত্র কয়েকদিন আগেই লিগ ম্যাচে এই প্যারিস এফসিকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি।

কিন্তু নকআউট পর্বের লড়াইয়ে ঠিকই প্রতিশোধ নিল ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। আর্থিক প্রতিপত্তি কিংবা সাফল্য, কোনো দিক থেকেই পিএসজির ধারের কাছে না থাকা প্যারিস এফসির জন্য এই জয়টি ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এই জয়ের মাধ্যমে ফ্রেঞ্চ কাপের শেষ ১৬ নিশ্চিত করল প্যারিস এফসি, আর ঘরের মাঠে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো এমবাপ্পে-পরবর্তী যুগের পিএসজিকে।


   আরও সংবাদ