স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পৃথক দুটি অভিযানে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক বিহীন ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে চকিলাম বিওপির সীমান্ত পিলার ২৬৬/১ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকায় একটি সরিষা ক্ষেতে অভিযানের সময় ১৪ হাজার ৬০০ পিচ ভারতীয় নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অপর এক অভিযানের সময় কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমাবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।