ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬ ১৯:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন। আল আমিন (নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী) আপনাদের সন্তান। সন্তানকে সফল করার দায়িত্ব আপনাদের। তারুণ্যের প্রথম ভোট হ্যাঁ হোক।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার এস বি গার্মেন্টসের বিপরীত পাশে শহীদ আদিলের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা কী বাংলাদেশের পরিবর্তন চান না? দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে।
এ সময় নারায়ণগঞ্জ-৪ (ফাতুল্লা) আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সাথে নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান তিনি।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।