ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দারুণ জয়ে নোয়াখালীকে বিদায় করল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬ ১৯:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


দারুণ জয়ে নোয়াখালীকে বিদায় করল চট্টগ্রাম

বিপিএলের বিরতি কাটিয়ে মাঠে ফেরার দিনে দারুণ জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।

টস জিতে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীকে আগে ব্যাট করতে পাঠায়।

শুরুটা মোটামুটি হলেও দুই ওপেনারের বিদায়ে দ্রুতই ছন্দ হারায় নোয়াখালী। সৌম্য সরকার ৮ বলে ১৪ রান করে ফিরলে পাওয়ারপ্লের শেষ বলে আউট হন হাসান ইসাখিল (২০ বলে ২৫)। ছয় ওভার শেষে ৪৯ রানে দুই উইকেট হারায় দলটি।

 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী এক্সপ্রেস।

তিন নম্বরে নামা জাকের আলী অনিক কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। ২২ বলে ২৩ রান করে তিনি থামেন ৮৬ রানে। অধিনায়ক হায়দার আলী করেন ১১ বলে ১২ রান। সোহান (১৫ বলে ১১) ও মুনিম শাহরিয়ার (১ বলে ১) ব্যর্থ হন।

 

শেষদিকে সাব্বির হোসেন ১৯ বলে ২২ রান করে ইনিংস কিছুটা এগিয়ে নেন। তবে শেষ পর্যন্ত ১২৬ রানেই থামে নোয়াখালীর ইনিংস।

চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম। মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। শেখ মাহেদী হাসান নেন ৩ উইকেট, একটি উইকেট পান আমের জামাল।

 

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। কোনো রান না করেই মাহমুদুল হাসান জয় আউট হন। এরপর হারিস (৭), মাহফিজুল ইসলাম (০) এবং নাঈম শেখ (৮ বলে ১৭) ফিরে গেলে ২৯ রানের মধ্যেই ৪ উইকেট হারায় দলটি।

চাপের মুহূর্তে হাল ধরেন অধিনায়ক মাহেদী। তাকে সঙ্গ দেন হাসান নওয়াজ ও পরে আসিফ আলী। নওয়াজ ১৪ বলে ১১ রান করে আউট হলেও এরপর মেহেদী-আসিফ জুটি নিরাপদে ম্যাচ এগিয়ে নেয়।

দায়িত্বশীল ব্যাটিংয়ে বাড়তি ঝুঁকি না নিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন মাহেদী। তাকে দারুণভাবে সঙ্গ দেওয়া আসিফ ৩০ বলে ৩৬ রান করে ম্যাচ শেষ করেন ছক্কা হাঁকিয়ে। ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় চট্টগ্রাম রয়্যালস।

নোয়াখালীর হয়ে ইহসানউল্লাহ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, জাহির খান ও সাব্বির হোসেন।


   আরও সংবাদ