ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬ ১৯:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। 

বিবিসি এক প্রতিবেদনে জানায়, বৃপস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতে তিনি এ পদক তুলে দেন। 

পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন।

সাক্ষাতের পর মাচাদো বলেন, এটি ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়। পরে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত।

 

এর আগে মাচাদো বলেছিলেন, তিনি নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, নোবেল শান্তি পুরস্কার বাতিল, ভাগ বা হস্তান্তরযোগ্য নয়।

নোবেল পিস সেন্টারও জানায়, পদকের মালিক বদলালেও বিজয়ীর উপাধি অপরিবর্তিত থাকে।

 

ওয়াশিংটন সফরে মাচাদো কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তার লক্ষ্য ছিল, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো।

এদিকে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র।

প্রথম চালানে ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে। এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তবে এই তেলের ক্রেতা কে বা কারা, ওই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

 

গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।


   আরও সংবাদ