ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলি, ‘চাঁদা দাবি’র অভিযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ জুলাই, ২০২৫ ২০:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৩ বার


পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলি, ‘চাঁদা দাবি’র অভিযোগ

ঢাকা: রাজধানীর পল্লবীতে ‘চাঁদা না পেয়ে’ একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।  

ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, ‘পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে’ একদল লোক অস্ত্র-শস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান। তার ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা।  

আমিমুল এহসান জানান, গতকাল ৩০-৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


   আরও সংবাদ