ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভেঙে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২১৮ বার


ভেঙে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি

ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি মাঝরাতে ভেঙে ফেলা হয়েছে। শনিবার গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতীকী ভাস্কর্যটি ধ্বংস করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৩ সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ ‘প্রজন্ম চত্বর’ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল।

কে বা কারা এটি ভেঙেছে, বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কি না—সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


   আরও সংবাদ