ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মানিকগঞ্জে পিতার মুখোশ খুলে দিল আদালত: কন্যা ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫ ১৮:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩৫ বার


মানিকগঞ্জে পিতার মুখোশ খুলে দিল আদালত: কন্যা ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিনিধি:

নিজ কন্যাকে ধর্ষণের মতো কলঙ্কজনক অপরাধে এক পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। শনিবার (১৩ জুলাই ২০২৫) দুপুরে বিচারক আমিনা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, যশোর জেলার কতোয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪৫) মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশড়া এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে তিনি নিজের কন্যাশিশুকে ধর্ষণ করেন। ঘটনার প্রায় পাঁচ মাস পর, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগীর মা।

মামলাটি তদন্ত করেন মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ওসি মো. রকিবুজ্জামান। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সফল হয়।

রায়ে বিচারক আনোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মৃত্যুদণ্ড প্রদান করেন এবং এক লাখ টাকা অর্থদণ্ডও ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম জানান, “এই রায় সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। শিশুর নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে কোনো ছাড় নেই।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ একে ‘মানুষরূপী নরপশুর প্রাপ্য সাজা’ বলে অভিহিত করছেন।


   আরও সংবাদ