ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মধ্যরাতে মিছিল নিয়ে ফের রাজপথে নারীরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৩ বার


মধ্যরাতে মিছিল নিয়ে ফের রাজপথে নারীরা

জুলাই অভ্যুত্থানের সময় ১৪ জুলাইয়ের স্মরণে ফের মিছিল নিয়ে রাজপথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।  

রাত ১২ টা নাগাদ তারা মিছিল নিয়ে হল থেকে বেরিয়ে আসেন।

 

 

গতবছরের ১৪ জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখা হাসিনা বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এতে ফুঁসে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাতে নারী হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলের গেট ভেঙে বেরিয়ে আসেন। শিক্ষার্থীরা এসময় কেউ পাতিল, চামচসহ ঘরের আসবাব নিয়ে বেরিয়ে পড়েন।  

আজ ফের সেই চিত্র তৈরি করেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভাস্কর্যে এসেছেন। তাদের মুখে সেই পরিচিত স্লোগান। 'তুমি কে, আমি কে: রাজাকার, রাজাকার'।  

রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলসহ অন্যান্য হলের নারী শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের জন্য কনসার্ট আয়োজন করা হয়েছে।  

আজ সারারাত নারী শিক্ষার্থীদের জন্য হলের গেট খোলা রাখা হয়েছে।  


   আরও সংবাদ