ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এনসিপির নেতাদের হত্যা করতে জঙ্গি কায়দায় আ.লীগের হামলা: নাহিদ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৪ বার


এনসিপির নেতাদের হত্যা করতে জঙ্গি কায়দায় আ.লীগের হামলা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে জঙ্গি কায়দায় সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টায় খুলনা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

 হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

 

নাহিদ বলেন, হামলার পেছনে যারা দায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের করতে হবে।  

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পহেলা জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সেই কর্মসূচিতে আমরা দেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা শুনছি।

সেই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল। আমাদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হই তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে।
নাহিদ আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই ধারণা আজ এনসিপি ভেঙে দিয়েছে। গোপালগঞ্জে যারা নিরাপত্তাবাহিনী ছিল আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের ওপরেও সন্ত্রাসীরা হামলা চলায় তারা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভা ছিল মাদারীপুর ও শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে।

নাহিদ বলেন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন তারা গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে আজকে সশস্ত্র হামলা চালিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে। আগামীকাল ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং আগের সময়সূচি অনুযায়ী পথসভা চলতে থাকবে, বলেন তিনি।

নাহিদ বলেন, আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


   আরও সংবাদ