ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯২ বার


ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল দশটায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

 

আইন-শৃঙ্খলা মিটিংয়ে মাদক নিয়ন্ত্রণে উপজেলার মাদক বিক্রেতাদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা, বাল্যবিবাহ বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন, লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো, ইভটিজিং রোধ ও ভূমি দখল রোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, কালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার ও বস্তাবর বিজিবি কোম্পানি কমান্ডার,ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম লাকি, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুল রাজ্জাক রাজু, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মুমিনুল ইসলাম ও যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন আরাফ প্রমুখ

 


   আরও সংবাদ