ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪৮তম বিসিএসের ফল এক ক্লিকে দেখুন এখানে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ জুলাই, ২০২৫ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৭ বার


৪৮তম বিসিএসের ফল এক ক্লিকে দেখুন এখানে

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  রোববার রাতে এই ফল প্রকাশিত হয়।

 

ফলে দেখা যায়, মোট পাঁচ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

১২টার দিকে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

এক ক্লিকে ফল দেখুন 

কমিশনের ওয়েবসাইট থেকে ফলাফল দেখা ও ডাউনলোড করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ফলাফলে যুক্তিসংগত কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।

৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুই হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

গত বছরের নভেম্বর মাসে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট পূরণে এই বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।


   আরও সংবাদ