ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৮১ বার


বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি

বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসেনি।

লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি।
 
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন উল্লেখ করে ফখরুল বলেন, আজকে যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্রজনতাকে অভিনন্দন জানাই।

‘অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি। ’ 

ফখরুল আরও বলেন, একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে, কিন্তু এই দল (বিএনপি) হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।

বিএনপির মহাসচিব বলেন, কোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে। সম্মেলনে যে নেতার নামে স্লোগান দেবেন তারই নম্বর মাইনাস হবে।

ওয়ান-ইলেভেনে নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল, তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার, সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য বিএনপি প্রস্তুত।  


   আরও সংবাদ