ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫ ১৪:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৬২ বার


সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে

অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (৪ নভেম্বর) নয়া পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, দেশটা কার? কে দেশটা চালায়? দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার, সংস্কার। কী সংস্কার করতেছেন, এটাই তো বুঝতে পারলাম না।

দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, একটা শ্রেণি জুটেছে দেশে নতুন, এরা দেশকে লুটেপুটে খাওয়ার চিন্তা-ভাবনা করছে। 

বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নাই। দুটি দলের ওপর ভর করে টিকে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, এটা তাদের কার্যক্রম দেখলে বোঝা যায়। ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে।

মির্জা আব্বাস আরও বলেন, যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। তারা নানা সময় এ দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন লম্বা লম্বা কথা বলে।

আওয়ামী লীগ সমর্থরা নির্দিষ্ট কোনো দলকে নয়, তারা দেশপ্রেমিক প্রার্থীকেই ভোট দেবে বলেও সভায় উল্লেখ করেন তিনি।


   আরও সংবাদ