ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫ বার
টানা তিন দিন ধরে আম জনতার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তিনি জানান, আমরন অনশন চলবে।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে টানা ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি সংহতি জানিয়েছেন এবং আম জনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবি তুলেছেন।
তারেক বলেন, আমার দলের সব জায়গায় কার্যক্রম আছে। কেন্দ্রীয় কার্যালয় আছে। তারপরও তদন্তে নাকি কার্যক্রম খুঁজে পায়নি। আসলে কোন চাপে কমিশন আমাদের নিবন্ধন দিচ্ছে না। অথবা আমরা তদন্ত কর্মকর্তাদের সেই অর্থে যত্ন করতে পারিনি বলে রিপোর্ট হয়তো পজিটিভ দেয়নি। কিন্তু কোন চাপে, কি কারণে নিবন্ধন দেয়নি তাও বলছে না। এখন কোর্টে যেতে বলছেন। কোর্টের যাওয়ার কি এখন সময় আছে। নির্বাচনের সময় তো ঘনিয়ে এসেছে।
এদিকে দ্বিতীয় দিনের অনশনে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন তারেক। তবে শেষতক স্যালাইন নিতে হয়েছে।