ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসিকে সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪২ বার


 ইসিকে সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আম জনতার দলের তারেক রহমান বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র। তার দলের নিবন্ধনের জন্য আপিল আবেদন নির্বাচন কমিশনকে সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ।

রোববার (০৯ নভেম্বর) রাতে নির্বাচন ভবনের মূল ফটকের তারেকের অনশন ভাঙানোর পর এ অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, আম জনতার পার্টির তারেক বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে উজ্জ্বল নক্ষত্র। তারেক অনেকবার ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়ে রিমান্ডে সীমাহীন অত্যাচারে তার হাতে হ্যান্ডকাফের জায়গায় পচন ধরেছিল। অপরিসীম, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই তারেকের প্রতি জাতির সহানুভূতি আছে। আমাদের সবার সহানুভূতি আছে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে তার দল নিবন্ধন পেল না।

বিএনপির এই নেতা বলেন, যতবারই আমি কথা বলেছি, আম জনতার দলকে যথেষ্ট হয়রানি করা হয়েছে। মাঠ পর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তারা, জেলা কর্মকর্তারা তাদের হয়রানি করেছেন। আমি সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারদের সঙ্গেও কথা বলেছিলাম, যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না। এজন্য ইসির শীর্ষ পর্যায় থেকে দেখা উচিত মাঠ পর্যায়ে কী হয়, না হয়।

তিনি বলেন, আমরা আজকে অনুরোধ করেছি যে তার বিষয়টা আবার আপিল করলে যেন আইনানুগভাবে সহানুভূতির সঙ্গে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। 

আগামীকাল (সোমবার) তারা আপিল করবেন। আশাকরি তারা ন্যায় বিচার পাবেন। তারেকের শারীরিক অবস্থা অনেক নাজুক। তাই অনুরোধ করে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে। ইসি যেন তার নিবন্ধনের আবেদনটা সহানুভূতির সঙ্গে দেখে সেই অনুরোধ রাখছি।

গত ৪ নভেম্বর ইসি দু'টি দলকে নিবন্ধন দেওয়ার ঘোষণা দিলে ওইদিন বিকেল ৪টার দিকে তারেক ইসির মূল ফটকে অনশনে বসে যান। সেই থেকে টানা ১২৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন তিনি।


   আরও সংবাদ