ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫ ১৮:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০ বার
ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে, নতুবা জুলাই বিপ্লবপন্থিরা তা বরদাশত করবে না।
তিনি বলেন, দেশ এখন দুই ভাগে বিভক্ত—‘জুলাই বিপ্লবপন্থি’ এবং ‘৭২-এর বাকশালপন্থি’। নভেম্বরে বাকশালপন্থিদের রাজপথে নামতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
বাকশালপন্থিদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, আজ আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—এক ভাগ ‘৭২-এর বাকশালপন্থি’, আরেক ভাগ ‘জুলাই বিপ্লবপন্থি’। ৭২-এর পরাজিত বাকশালপন্থিরা আগামী নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, নভেম্বর কোনো বাকশালপন্থিকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদের রাজপথে মোকাবিলা করবো।
নির্বাচনের আগে গণভোট চান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ’ আগামীর বাংলাদেশের রূপরেখা। অবিলম্বে এটিকে আইনি ভিত্তি দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না।
নির্বাচনের আগে গণভোটের বিরোধিতাকারীদের প্রতি ইঙ্গিত করে মামুনুল হক বলেন, তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, পরিষ্কার ঘোষণা করি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে। বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না।
‘রক্ত বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি। রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব।’
মামুনুল হক বলেন, ‘সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়। তাহলে যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষা প্রয়োগ করবো। সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ।’
মাওলানা মামুনুল হক বলেন, ইনশাল্লাহ যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।